নেত্রকোনার পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

0

নেত্রকোনার পূর্বধলায় পৃথক গ্রামে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর পলাশতলা গ্রামের আবু তাহেরের মেয়ে সোনিয়া খাতুন (৭) ও ছেলে রাজু আহমেদ (৪) এবং একই উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোহর গ্রামের রিপন মিয়ার দুই বছরের শিশু সজিবের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বিকালে ও সন্ধ্যায় বাড়ির সামনে পুকুর এবং গর্তে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

এদিকে একই দিনে একই উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোহর গ্রামের রিপনের দুই বছর বয়সী ছেলে বাড়ির সামনে মাটি কাটার ডোবায় জমে থাকা পানিতে পড়ে তলিয়ে যায়। বাড়ির লোকজন অন্য কাজে ব্যস্ত থাকায় শিশুর পড়ে যাওয়ার পর কিছুক্ষণ চোখের সামনে না পেয়ে খোঁজাখুজি করে ডোবা থেকে লাশ উদ্ধার করে। 

এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, অসচেতনার জন্য শিশুগুলোর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here