নেত্রকোনার দুর্গাপুর-সদর সীমান্তে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

0

নেত্রকোনার দুর্গাপুর ও সদর সীমান্তের ডেওটুকুন বাজারে মাঝরাতে আগুনে ৮ টি দোকান পুড়ে ছাই হয়েছে। সোমবার রাতে দুর্গপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকুন ও সদরের কে গাতি ইউনিয়নের সীমান্ত ডেওটুকুন ঘাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে মঙ্গলবার সকালে দুর্গাপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মাঝরাত আনুমানিক ১টার দিকে ঘাট বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে ঘাট বাজারের ৮ টি দোকান ভস্মিভূত হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মাছ মহালের খাইরুল মিয়ার ওয়ার্কশপের দোকান, শফিক মিয়ার ফার্নিচারের দোকান, আব্দুর রাশেদের মনোহারি দোকানসহ রফিক মিয়ার চা-স্টল মোট ৮ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান, রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থদের সরকারি সহায়তার আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here