বিলে মাছ ধরতে গিয়ে নেত্রকোনার কেন্দুয়ায় তুষার মিয়া (২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। তুষার মিয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের জসিম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার বিকালে তুষার বাড়ির অদূরে মাসকা হাওরে ঘোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।