নেত্রকোনার আটপাড়াতে ডোবার পানিতে ডুবে রাফিন নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার লুনেস্বরপুর ইউনিয়নের দেওগাও গোবিন্দপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
শিশুটির পরিবারে বরাত দিয়ে আটপাড়া থানার এএসআই মোকাম্মেল হক জানান, রাফিন প্রতিদিনের ন্যায় প্রতিবেশী শিশুদের সাথে বাড়ির সামনে খেলা করছিল। ওই সময় বাড়ির লোকজন কাজে ব্যস্ত থাকায় কেউ দেখেনি কিভাবে ডোবায় গেল। মঙ্গলবার (০৯ জানুয়ারি) সন্ধ্যার সময় শিশুটিকে ঘরে না দেখে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।