নেত্রকোনায় হারভেস্টার মেশিন বিতরণে অনিয়ম তদন্তে অভিযান

0

নেত্রকোনার কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণে অনিয়মের অভিযোগে সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে দুদক। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের রায়দুম রৌহা গ্রামে অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ দুদকের একটি টিম।

সমন্বিত দুদক কার্যালয় ময়মনসিংহের সহাকারী পরিচালক মো. বুলু মিয়ার নেতৃত্বে সহাকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেনসহ ৫ সদস্যের টিম বিভিন্ন উপজেলা পরিদর্শন করেন। চলমান অভিযানে প্রাথমিক সত্যতা মিলিছে বলেও জানান অভিযান পরিচালনাকারী টিম লিডার।

জানা গেছে, সারাদেশের ন্যায় গত ২০০৯ সাল থেকে হাওরাঞ্চল নেত্রকোনায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৯০০টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেওয়া হয়। তার মধ্যে প্রায় মেশিন বিতরণে কাগজপত্রে কৃষকের নাম থাকলেও বাস্তবে মিল নেই।

দুদকের টিম লিডার মো. বুলু মিয়া জানান, গত ২০০৯ সাল থেকে ২৪ সাল পর্যন্ত পর্যায়ক্রমে এসব মেশিন বিতরণের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের রায়দুম রৌহা গ্রামের সুলতানের বাড়িতে ও আশপাশে মোট ৭টি মেশিন পেয়েছেন, যেগুলো বিতরণে অনিয়মের সত্যতা মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here