নেত্রকোনায় সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

0

নেত্রকোনায় সেনাবাহিনীর পক্ষ থেকে আড়াই শত হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১৯ পদাতিক ডিভিশন এবং মোমেনশাহী স্টেশনের ব্যবস্থাপনায় জেলার পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের খলিশাউর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঈদুল ফিতরকে সামনে রেখে সেনাবাহিনীর নিজস্ব বরাদ্দকৃত রেশনের একটি অংশ হতদরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে দেশব্যাপী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বিতরণ কার্যক্রমের সার্বিক নেতৃত্বে ছিলেন ৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নূর-ই-আহমদ আল শাফি, মেজর ফারহান তাসনিম এবং ক্যাপ্টেন সাজিদ বিন রওশন। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার এলাকার হতদরিদ্র বাছাইয়ে সহায়তা করেছেন।

এর আগে স্থানীয় মৃত সৈনিক শাহরিয়ার অর্ণবের বাবা মোহাম্মদ ফিরোজ মিয়াকে সেনাপ্রধানের পক্ষ থেকে ১০ হাজার টাকা উপহার প্রদান করা হয়।

সম্প্রতি পূর্বধলায় শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোসহ নিম্ন আয়ের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ উপহার বিতরণ করায় তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯ পদাতিক ডিভিশন এবং মোমেনশাহী স্টেশনের ৭৭ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মো. হাফিজুর রহমান বলেন, আমাদের নিজেদের রেশন বাঁচিয়ে ঈদ উপহারগুলো দেওয়া হয়েছে, যাতে সকলেই ঈদ উদযাপন করতে পারেন। আড়াইশ মানুষের মাঝে রেশনের ৩৩০৭.৫ কেজি ঈদ উপহার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here