নেত্রকোনায় সীমান্ত থেকে ৯৬৩ বোতল ফেনসিডিল জব্দ

0

নেত্রকোনার পাহাড়ি সীমান্ত উপজেলা দুর্গাপুরের প্রত্যন্ত এলাকা থেকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ৯৬৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে। মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন এসব ফেসনিডিল গোপালপুর নামক সীমান্ত এলাকা থেকে রবিবার ভোরে জব্দ করা হয়। 

এ সময় এগুলো বহনকারী একটি মিনি ট্রাকও জব্দ করে বিজিবি। রবিবার দুপুরে সাংবাদিকদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনার ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১বিজিবি) দুর্গাপুর উপজেলার নলুয়াপাড়া বিওপি ক্যাম্পের ছয় সদস্যের একটি টহল দল রবিবার সকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় টহলকালে দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় দ্রুতগামী একটি মিনি ট্রাক দেখে সন্দেহ হলে ট্রাকটিকে থামানোর সিগনাল দেয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাক ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিজিবির জোয়ানরা মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও মিনি ট্রাকটি জব্দ করে। জব্দকৃত ফেনসিডিলসহ ট্রাকটি নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here