কয়েক দফা শৈত্যপ্রবাহে প্রচণ্ড শীতে নেত্রকোনায় সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিশস্য আবাদে কৃষকরা টমোটো এবং আলু চাষ করে অনেকেই বিপাকে। অনেকের আংশিক ক্ষতি হলেও কারো কারো পুরোটাই নষ্ট হয়ে গেছে বলে দাবি কৃষকের।
জেলার কৃষি অধিদপ্তরের উপ পরিচালক (খামারবাড়ি) কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, মাঠ পর্যায়ে কৃষকদেরকে পারমর্শসহ বালাই নাশক দেয়া এবং উন্নত প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছেন।