নেত্রকোনার মোহনগঞ্জে শিয়ালজানি খালে ভেসে ওঠা হোসেন (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মোহনগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। হোসেন দেওথান গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিয়ালজানি মরাখালে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে সুরতহাল রিপোর্ট করে নেত্রকোনা আধুনিক জেলা সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করে।