নেত্রকোনায় ইলেকট্রনিক দোকানের আড়ালে মদের ব্যবসা করার খবরে পুলিশি অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে এক ব্যবসায়ীকে আটককিরা হয়েছে।
নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুর কলমাকান্দা দিয়ে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ এনে খুচরা বিক্রি করতেন মিঠুন চৌধুরী (৩২) নামের যুবক। গোপন সংবাদে বৃহস্পতিবার রাতে নেত্রকোনা পৌর শহরের বড়বাজার সিলভার পট্টি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ এই মদের চালান জব্দ করে। এ সময় পৌর এলাকার নয় নং ওয়ার্ডের বলাই নগুয়া গ্রামের মোনোরঞ্জন চৌধুরীর ছেলে ইলেকট্রনিক দোকান মালিক মিঠুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মদসহ মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
মদ উদ্ধারে ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর পর কোর্টে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।