নেত্রকোনায় বরযাত্রীবাহী মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৫

0

নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে সিএনজি আটোরিকশার সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বরযাত্রীসহ কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার দুপুরে জেলার বারহাট্টা উপজেলার পাটলি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আহত বরযাত্রীরা সেবা নিয়ে পরবর্তীতে কনে বাড়িতে রওয়ানা হন। 

এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মো. রফিকুল ইসলাম শুক্রবার বিকালে সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি বরযাত্রী নিয়ে চলে গেছে। দুর্ঘটনায় ৫ জন সামান্য আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here