নেত্রকোনায় প্রেস রিলিজ গাইডলাইন নিয়ে পিবিআইয়ের কর্মশালা

0

চাঞ্চল্যকর ঘটনাসহ নানা ঘটনা মিডিয়ায় প্রকাশের জন্য প্রেস রিলিজ গাইডলাইন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়। শহরের কাটলি এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হলরুমে আয়োজিত কর্মশালায় ঘটে যাওয়া ক্লুলেস ঘটনাসহ নানা চাঞ্চল্যকর ঘটনার প্রেস রিলিজ বিবরণে উল্লেখ নিয়ে বিশদ আলোচনা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ইফতার পূর্ববর্তী এই কর্মলাশার আয়োজন করে নেত্রকোনা পিবিআই। 

সংস্থাটির নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবিরের সঞ্চালনায় কর্মশালায় মূল আলোচক ছিলেন সাংবাদিক আলপনা বেগম। এসময় পুলিশ পরিদর্শক মো. জাহিদুল হক, ইমদাদুল হক বাশার, উপ-পুলিশ পরিদর্শক মো: আশরাফুল হাসান, উপ-পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমানসহ পিবি আই ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর নিয়ে ২৫ জন উপস্থিত ছিলেন। পরে তারা তথ্য প্রদান, পরিবেশন, শিরোনাম, নারী বিষয়ক ভিকটিম, ছবি প্রকাশ ও ভুল বা সঠিক তথ্য প্রকাশ সংক্রান্ত আলোচনা করেন। এসকল ঘটনা নিয়ে ভিডিও ধারণ সংক্রান্ত্র ধারণাও দেয়া হয়। কর্মশালায় ভিডিও প্রদর্শন করেন আবু সুফিয়ান। এছাড়া উপস্থিত ছিলেন মীর্জা হৃদয় সাগর। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here