নেত্রকোনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

0

নেত্রকোনার পূর্বধলায় শনিবার রাতে কর্মস্থল ফার্মেসি থেকে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় জয় রবিদাস (১৬) নামের এক কিশোর পিকাপ ভ্যানের চাপায় নিহত হয়। 

এদিকে একই দিনে দুপুরে কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইসলাম উদ্দিন (৩০) নামের এক যুবক মারা গেছেন।

অন্যদিকে জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দার রংছাতি ইউনিয়নের সীমান্ত সড়কের রামনাথপুর সেতু সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী ইসলাম উদ্দিন নিহত হন। তিনি পার্শ্ববর্তী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রাংসিংপুর গ্রামের সুরোজ আলী ছেলে।   
  
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে শনিবার সকালে সিলেট থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় ইসলাম উদ্দিন। পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসলাম উদ্দিনের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here