নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় নেত্রকোনা ও ময়মনসিংহে মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোগ বাজার এলাকায় পিকাপভ্যানের সাথে একটি মোটরসাইকেল ও আদমপুর এলাকায় যাত্রীবাহী বাসের সাথে অপর মোটরসাইকেল সংঘর্ষে তারা নিহত হন।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। কৌশিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুজনেরই হাসপাতালে মৃত্যু হয়।
এদিকে কেন্দুয়া আঠারোবাড়ি সড়কে একটি যাত্রীবাহী খালি বাসের সাথে রায়পুর গ্রামের দ্বীন ইসলাম বাবুর নামের এক কিশোর মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা বাবুকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহে পাঠায়। পরবর্তীতে বাবুরও মৃত্যু ঘটে।
এদিকে ঈদ উপলক্ষে এমন দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিং এর আয়োজন করেন। এসময় দুর্ঘটনা রোধে তিনি পুলিশ ফোর্সের পাশাপাশি সকল পরিবহন এবং বিভিন্ন মোটরসাইকেল চালকদেরকেও সচেতন হওয়ার আহবান জানান।