নেত্রকোনার পূর্বধলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে শিশুসহ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর ও পশ্চিম মৌদাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে-পূর্বধলার ফাজিলপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন (৯০) ও পশ্চিম মৌদাম গ্রামের বকুল মিয়ার আড়াই বছরের ছেলে মাসুদ।
এদিকে, উপজেলার মৌদাম গ্রামে দুপুরে আড়াই বছরের শিশু মাসুদ খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মরদেহ দুটি সুরতহাল শেষে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। দুইটি বিষয়েই আলাদা দুটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।