নেত্রকোনার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশু তোফায়েল মিয়া (৫) ও আফরোজা আক্তার (৩) মারা গেছে।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি।
তোফায়েল একই গ্রামের মো.কমল মিয়ার ছেলে ও আফরোজা আলাল উদ্দিনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে তোফায়েল ও আফরোজা বাড়ির সামনে খেলছিল। খেলার এক পর্যায়ে তারা ডোবায় পড়ে যায়। সন্ধ্যায় পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পযার্য়ে ডোবার পানিতে শিশুদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।