নেত্রকোনার কলমাকান্দায় মাছ মহাল সংলগ্ন নিজ ঘর থেকে চল্লিশোর্ধ মো. আওয়াল নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে শনিবার সকালে নেত্রকোনা মর্গে পাঠায় পুলিশ। মৃত আওয়াল ওই এলাকার কেফায়েত উল্লাহ টিপুর ছেলে এবং উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ছিলেন।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, আওয়ালের স্ত্রী শুক্রবার দুপুরে বাবার বাড়ি গিয়েছে বলে প্রতিবেশি ও স্থানীয়রা জানান। এরপর প্রতিবেশীর মাধ্যমে রাতে খবর পেয়ে এসে আমরা লাশ উদ্ধার করি। তার মরদেহটি নিজ ঘরের খাটের ওপর পড়েছিল। ঘরের কিছু আসবাবপত্র পাওয়া গেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।