নেত্রকোনায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসে “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ”-শ্লোগানে শপথ বাক্য পাঠ করা হয়।
আজ শনিবার সকালে নেত্রকোনা শহরের ছোট বাজার স্থানীয় শহীদ মিনারের সামনে মাননবন্ধন শেষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল কবীর সরকারের পরিচালনায় সভাপতি আলী আমজাদ আন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ লুৎফর রহমান ও সদস্য সাবেক সিভিল সার্জন ডা. সাহিদ উদ্দিন আহমেদ স্বপনসহ অন্যরা।