নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

0
নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন—সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া (৪৫), নুর মোহাম্মদ (২৯) ও রফিক (৪২)। আহতদের মধ্যে মনোয়ারাসহ তিনজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য দোজাহান ও রফিকের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে জেলা বিএনপির কাউন্সিল শেষে বাড়ি ফেরার পথে জামাটি বাজারের পাশে নবী হোসেন ডাক্তারের বাড়ির সামনে দোজাহানের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

খবর পেয়ে দোজাহানের স্বজন ও সমর্থকরা রফিকের বাড়িতে পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে দোজাহান ও নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রফিকেরও মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, “এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here