সমাজের বিভিন্ন স্তরের প্রধানদের নিয়ে নেত্রকোনায় তিন দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের রাজুরবাজার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার সমাপনী দিনে প্রশিক্ষণে অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। এতে নেত্রকোনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মৎস্য, প্রাণিসম্পদ, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠকর্মী, ইউপি সদস্য, ইমাম, পুরোহিত, এনজিওকর্মীসহ অনলাইনে নিবন্ধনকৃত প্রশিক্ষণার্থীরা অংশ নেন। বারটানের আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা. আলতাফ-ইন-নাহার এর তত্বাবধানে আয়োজিত প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষণ নেন।