দেশনেত্রকোনায় ট্রাক চাপায় নিহত ১By AmarNews.com.bd - February 27, 20240FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL নেত্রকোনার পূর্বধলা স্টেশন রোড এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের চাপায় হালেমা খাতুন নামে ৮৫ বছরের বৃদ্ধা মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।