রমজান উপলক্ষে সারা দেশের ন্যায় নেত্রকোনায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। একযোগে প্রথম ধাপে জেলার ৫ উপজেলায় উদ্বোধন করা হয়েছে এই ন্যায্যমূল্যের পণ্য বিক্রি কার্যক্রম।
বৃহস্পতিবার বেলা ১১টায় নেত্রকোনা সদর উপজেলার মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে এই কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম। এছাড়াও জেলার মদন, মোহনগঞ্জ, পূর্বধলা ও দুর্গাপুরে একযোগে চলছে। দ্বিতীয় ধাপে বাকি ৫ উপজেলায় বিক্রি করা হবে।
প্রথম দিনে শহরের স্টেডিয়ামে ৮৬০, মোক্তারপাড়ায় ৬৫০, কেডিসিতে ৫৭৫, চন্দ্রনাথ স্কুলে ৮৮৬ ও নাগড়া এলাকায় ৬০০ কার্ডধারীর মাঝে বিক্রয় হবে। চলবে আগামী তিনদিন। জেলায় মোট কার্ডধারী রয়েছেন ১ লাখ ৭০ হাজার ৪৩৭ জন। এবার রমজান উপলক্ষে প্যাকেজে দেয়া হচ্ছে এক কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন, এক কেজি ছোলা।