নেত্রকোনায় এক হাজার দরিদ্র পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

0

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনায় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার পেয়েছে এক হাজার হতদরিদ্র পরিবার। সোমবার সকালে শহরের সাতপাই আধুনিক স্টেডিয়াম ইনডোর মাঠে এসব ঈদ উপহার তুলে দেয়া হয়।

গত কয়েক সপ্তাহে জেলা প্রশাসকের কার্যালয়ে সহায়তা চেয়ে আবেদনকারী হতদরিদ্র এক হাজার পরিবারকে নগদ দুইশত টাকা ও পাঁচ কেজি করে চাল দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

জেলা প্রশাসক জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার ৮৬টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় ভিজিএফ, ভিজিডির কার্ডধারীর মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এর বাইরেও বিভিন্ন সময়ে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here