নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় চার কলেজে সবাই ফেল

0
নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় চার কলেজে সবাই ফেল

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় নেত্রকোনা জেলার ফলাফল ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বনিম্ন। জেলার চারটি কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীম ইয়াসমিন।

যে চারটি কলেজে কেউই পাস করতে পারেনি সেগুলো হলো—

ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ (নেত্রকোনা সদর): মানবিক বিভাগের ২ জন পরীক্ষার্থী, পাস করেননি কেউই।

জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ (পূর্বধলা): মানবিক বিভাগের ৩ জন শিক্ষার্থী, সবাই ফেল।

জনতা আদর্শ মহাবিদ্যালয় (কেন্দুয়া): মানবিক বিভাগের ৯ জন, পাস করেননি কেউ।

গোপালপুর মডেল কলেজ (কেন্দুয়া): ১২ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছেন।

এছাড়া কেন্দুয়া উপজেলার গড়াডোবা আব্দুল হামিদ হাই স্কুল অ্যান্ড কলেজ-এ মাত্র একজন পরীক্ষার্থী থাকলেও, পরীক্ষায় অনুপস্থিত থাকায় প্রতিষ্ঠানটির ফলাফল শূন্য হয়েছে।

অন্যদিকে, জেলার অন্যতম ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত দুর্গাপুর উপজেলার আলহাজ্ব মফিজ উদ্দিন তালুকদার কলেজ এবার কেন্দ্র পরিবর্তনের কারণে বিপর্যয়ের মুখে পড়ে। প্রতিষ্ঠানটির ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৩ জন; ফেল করেছেন ১০৪ জন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, ফলাফল বিশ্লেষণ করে শতভাগ ফেল করা কলেজগুলোর বিষয়ে তদন্ত করা হবে।

এ বছর জেলার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৯০০ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৬ হাজার ৫৮৭ জন। পাসকৃতদের মধ্যে ছাত্র ২ হাজার ৬৪৮ জন এবং ছাত্রী ৩ হাজার ৯৩৯ জন।

অন্যদিকে, জেলার সেরা ফলাফল করেছে নেত্রকোনা সরকারি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৩৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৩ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১০৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here