নেত্রকোনায় ঐতিহাসিক মোক্তারপাড়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। পরে সাড়ে নয়টায় দ্বিতীয় জামাত। তবে আবহাওয়ার খবর খারাপ হলে মোক্তারপাড়া জামে মসজিদ বিকল্প হিসেবে প্রস্তুত রয়েছে। জেলার ১০টি উপজেলায় মসজিদ রয়েছে ৫২০০টি।
এছাড়া তিন উপজেলায় তিনটি মডেল মসজিদ এবং বিভিন্ন এলাকার ঈদগাহ মাঠে স্থানীয়ভাবে ঈদের নামাজের জামাত আদায়ের প্রস্তুতি রয়েছে।
ঈদকে আনন্দঘন সুন্দর পরিবেশে রাখতে জেলা প্রশাসনের ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।