নেত্রকোনায় ইজিবাইক-অটোরিক্সার দৌরাত্ম, অসহায় শহরবাসী

0

নেত্রকোনা পৌর শহরে গলার কাটা ইজিবাইক ও ব্যাটারি চালিত অটোরিক্সা। এসব বাহনের দৌরাত্মে অতিষ্ঠ নগরবাসী। মানছে না নিয়ম কানুন। যত্রতত্র থামানোসহ সড়কের মাঝ দিয়ে চলে এসব যান। বৈধ অবৈধ সবগুলো চলাচলের নিয়ম ভাঙতে যেন সদা ব্যস্ত। কে কার আগে যাবে, চলে এই প্রতিযোগিতা।
অদক্ষ এবং নেশাগ্রস্ত শিশু কিশোর রয়েছেন চালকের আসনে। তাদের তল্লাশি করলে উল্টো পুলিশের বিরুদ্ধে সড়কে নামা হয়। যে কারণে দুর্ঘটনাসহ মানুষ পঙ্গত্বও বরণ করছে প্রতিনিয়ত। 

ফলে দিনে রাতে যেকোন সময় জ্যাম পড়ে যায়। ১০ মিনিটের পথ ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকলেও কর্তৃপক্ষ নির্বিকার। 

নেত্রকোনা পৌরসভা সূত্রে জানা গেছে, লইসেন্সকৃত দুই ধরনের রঙের (হলুদ-নীল) ইজবাইক রয়েছে ২৪৫০ টি। ব্যাটারি চালিত রিক্সা ১৯০৩ টি। মিশুক (হলুদ-নীল) ১৩১১ টি। সাধারণ নাগরিকদের আন্দোলনের মুখে গত বছরের শেষের দিকে পৌর কর্তৃপক্ষ লাইসেন্সধারীদের বাহনে দুই ধরনের কালার করে দিলেও সবগুলোই চলে প্রতিদিন। 

পথচারী কামরুল হাসান জানান, সকালে অফিস টাইম, স্কুল কলেজ শুরু এবং ছুটিসহ দিনে রাতে প্রচন্ড জ্যাম থাকে। মাত্র তিন কিলোমটারের সড়কের অর্ধ কিলোমিটার বা এক কোয়াটার কিলোটিার চলাচল করতেই ঘণ্টা পার হয়। রোগী নিয়ে চলাচলে চরম দুর্ভোগ হয়। 

রফিকুল ইসলাম বলেন, শহরের আখরার মোড়, বড়বাজার, তেরী বাজার, শহীদ মিনার মোড়, থানার মোড় এই জায়গাগুলো অধিকাংশ সময় জট থাকে। হেঁটেও চলাচলের সুযোগ নেই। এমনভাবে অটোগুলো চলে তাদের ফাঁকফোকর দিয়ে চলতে গিয়ে হঠাৎ টান দিলে মানুষ হাত পা কোমড়ে ব্যথা পায়। এমন পরিস্থিতিতে মানুষ জিম্মি। আগে ভোটের ভয়ে জনপ্রতিনিধিরা এদেরকে মাথায় তুলে রেখেছে। এখন এই সরকারের সময় প্রশাসন দেখভাল করায় আরও বিগড়ে গেছে এরা।

পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার বলেন, আমি যোগদান করেই কিছুদিন আগে রাস্তায় নেমেছিলাম পরিস্কারের জন্য, গিয়ে দেখি ভয়ঙ্কর অবস্থা। বারোটা থেকে একটা পর্যন্ত মারাত্মক জট থাকে। এতে সকলেই ভুক্তভোগী। আমরা মাঠে আছি। দেখি একটা কমিউিনিটির মাধ্যমে সকলের সমন্বয়ে কিছু করা যায় কিনা। পৌরসভা থেকে কিছু লোক দিয়ে মোড়ে মোড়ে কৃত্রিম জ্যামগুলো বন্ধ করা যায় কিনা চেষ্টা করছি। অবৈধ লাইসেন্সবিহীন গাড়িগুলো নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযান চালালেও তারা পৌরসভার ভেতরে গাড়ি নিয়ে আন্দোলন করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here