নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচন আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সভা শেষে এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এ আসনের উপনির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নেত্রকোণা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মমিন ১১ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।