নেতানিয়াহুকে বিশ্বাসঘাতক বলল জিম্মিদের পরিবার

0

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাসঘাতক বললেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের হাতে জিম্মিদের পরিবার।

বিক্ষোভের চতুর্থ রাতে নেতানিয়াহুকে নিয়ে তারা এই মন্তব্য করেন।

বিক্ষোভাকরীদের একজন আইনভ জাঙ্গাউকার। তার ছেলে মাতান এখনো হামাসের হাতে বন্দী। তিনি বলেন, আপনি হলেন ফেরাউনের মতো। আপনি আমার প্রথম সন্তানের হন্তারক। আপনার আমলেই ২৪০ ইসরায়েলি অপহৃত হয়েছে। এটিই আপনার দোষ।

তিনি আরও বলেন, আপনি ৭ অক্টোবর সম্ভাব্য সব উপায়ে ব্যর্থ হয়েছেন। এখন আপনিই বন্দিবিনিময় চুক্তির সবচেয়ে বড় বাধা।

জিম্মিদের পরিবার নেতানিয়াহুর উপর ক্ষিপ্ত। তাদের অভিযোগ, জিম্মিদের মুক্তির জন্য নেতানিয়াহু কার্যত কোনও পদক্ষেপই গ্রহণ করেনি।

জিম্মিদের পরিবার নিজেদেরকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাথে জোটবদ্ধ করেছে, যারা গত বছর নয় মাস ধরে নেতানিয়াহুর বিতর্কিত বিচারিক সংস্কারকে ব্যর্থ করার জন্য বিক্ষোভ করেছিল। তারা প্রচার করেছিল, এই আইন গণতন্ত্রের জন্য হুমকি।

ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জিম্মিদের পরিবারের অভিযোগ, তিনি তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যুদ্ধ বাধিয়ে রাখেন।

হামাসের হামলায় মা-বাবা দুজনকেই হারিয়েছেন মেরাভ সভিরস্কি। এছাড়া তার ভাই গাজায় যুদ্ধে গিয়ে নিহত হয়। তিনি বলেন, নেতানিয়াহু জিম্মিদের মুক্ত করার জন্য দ্রুত কোনও পদক্ষেপই নিচ্ছেন না।

তিনি আরও বলেন, রাষ্ট্রের মৌলিক দায়িত্ব অপহৃতদের ফিরিয়ে আনা নিশ্চিত করা। আমি নির্বোধ ছিলাম, আমি বুঝতে পারিনি যে আমাদের প্রধানমন্ত্রী রাজনৈতিক বিবেচনার কারণে তাদের ফিরিয়ে আনতে আগ্রহী নন।

সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক বলেছেন, নেতানিয়াহু যদি রাফায় স্থল আক্রমণ শুরু করেন, তবে জিম্মিরা আর ফিরে আসবে না। ফিরে আসবে তাদের কফিন। যে ৭ অক্টোবর তাদের বিসর্জন দিয়েছিল সে এখন নিরঙ্কুশ বিজয়ের বেদিতে তাদের বলি দিচ্ছে।

তিনি দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে বলেছেন, বিপর্যয়ের জন্য ‘দায়িত্বশীল ব্যক্তিকে’ ‘স্টিয়ারিং হুইল থেকে সরানো উচিত।’

জাঙ্গাউকার বলেন, নেতানিয়াহু দেশটিতে যুদ্ধ চলাকালীন প্রতিবাদ করার জন্য জিম্মিদের পরিবারগুলোকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, আপনি আমাদের বিশ্বাসঘাতক বলছেন। অথচ আপনিই বিশ্বাসঘাতক। আপনি জনগণের প্রতি, ইসরায়েল রাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতক।’

প্রায় তিন হাজার বিক্ষোভকারী সমাবেশ থেকে নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দিতে দিতে নেতানিয়াহুর বাসভবনের দিকে যায়। সূত্র: আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here