নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রস চুক্তিতে স্ট্রিমিং খরচ কমার আশা দর্শকদের

0
নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রস চুক্তিতে স্ট্রিমিং খরচ কমার আশা দর্শকদের

বিনোদন জগতের দুই বড় নাম নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রস এর সম্ভাব্য চুক্তি দর্শকদের সাবস্ক্রিপশন ক্লান্তি থেকে কিছুটা মুক্তি দিতে পারে। বিভিন্ন গ্রাহক ও বিশ্লেষকের মন্তব্যের ভিত্তিতে এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে এমন চিত্র।

চুক্তির প্রেক্ষিতে ওয়ার্নার ব্রসের অধিকাংশ অংশ ক্রয়ের জন্য নেটফ্লিক্স প্রায় ৮৩ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন। এই চুক্তি সফল ফলে ওয়ার্নার ব্রস এর জনপ্রিয় পরিষেবা এইচবিও ম্যাক্সও নেটফ্লিক্সের সঙ্গে এক করা হতে পারে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বাসিন্দা নিক লাফ্লুর মতানুসারে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্ট্রিমিং পরিষেবা ধরে রেখেছেন এবং মূল্য বৃদ্ধির কারণে নিয়মিত খরচের বোঝা বাড়ছে। তার বিশ্বাস, নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রস একই ছাদে আসার ফলে দর্শকদের খরচ কমতে পারে।

সমীক্ষা অনুসারে- যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ বর্তমানে গড়ে প্রায় তিনটি স্ট্রিমিং পরিষেবায় সাবস্ক্রাইব করছেন এবং প্রতি বছর প্রায় ৫৫২ ডলার খরচ করছেন, যা ধারাবাহিকভাবে বাড়ছে। আর এটি অনেকের কাছে বোঝা হয়ে উঠেছে। সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী- প্রায় ৭২ শতাংশ মানুষ মনে করেন একত্রিত পরিষেবাগুলো তাদের কাছে ভালো মান দিচ্ছে এবং সাড়ে ৬৩ শতাংশ মানুষ প্রচুর বিকল্পের কারণে ভিড়ের বোঝায় আটকে পড়ছেন।

নেটফ্লিক্সের কিছু পরিকল্পনা মূল্য বৃদ্ধির কারণে বিতর্ক সৃষ্টি করেছে। ২০১২ সালে কম দামি কোনও বিজ্ঞাপনবিহীন পরিকল্পনা বাদ দিয়ে শুধু উচ্চ মূল্যবর্হিত পদক্ষেপ নেওয়া হয়, যার ফলে বেশ কিছু গ্রাহক পূর্বের মতো সাশ্রয়ী খরচে সুবিধা পাচ্ছেন না। তবে চুক্তিটি দর্শকদের জন্য সুবিধা আনার পাশাপাশি প্রতিযোগিতা কমিয়ে দিতে পারে এবং অবশ্যই বিনোদনের মান বা বিকল্প কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর ফলে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ শক্তিশালী হয়ে ওঠার মাধ্যমে ভবিষ্যতে মূল্য বা মান নিয়ন্ত্রণে নির্দিষ্ট প্রভাব পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে- নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রস এর সম্ভাব্য চুক্তি দর্শকদের বড় খরচ কমিয়ে সহজ সুবিধা দিতে পারে কিন্তু তার সঙ্গে বাজার-সংক্রান্ত প্রতিযোগিতা ও মান-সংক্রান্ত মতামত নিয়েও প্রশ্ন উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here