টেস্ট খেলতে ঢাকায় পা রেখেছে হাশমতউল্লাহ শাহিদীর নেতৃত্বে আফগানিস্তান। আঙুলের ইনজুরির জন্য অবশ্য মিরপুরের টেস্ট খেলছেন না সাকিব আল হাসান। বাঁহাতি বিশ্বসেরা স্পিন অলরাউন্ডার এর আগেও অনেক টেস্ট ম্যাচ খেলেননি। তার অভাব পূরণ করতে সে সময় হিমশিম খেতে হয়েছে নির্বাচক প্যানেলকে। এবারও ঘাম ছুটে গেছে নির্বাচকদের।
সাকিবের ব্যাটিং ও বোলিং এবং নেতৃত্বের অভাব পূরণ করতে অনেক বেশি সময় ব্যয় করতে হয়েছে মিনহাজুল আবেদীন নান্নুদের। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে ড্যাসিং ক্রিকেটার লিটনের হাতে। ব্যাটিংয়ে নিয়েছে তরুণ শাহাদাত হোসেন দীপু এবং বোলিংয়ে তরুণ পেসার মুশফিক হাসানকে।
দলে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল এবং মিডল অর্ডারে মুশফিকুর রহিম ও মুমিনুল হক। এ ছাড়াও রয়েছেন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লিটন। ওপেনার তামিম ভুগছেন ব্যাক পেইনে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৭০ টেস্টের ১৩৪ ইনিংসে ৩৮.৮৯ গড়ে রান করেছেন ৫১৩৪। সেঞ্চুরি ১০ ও হাফসেঞ্চুরি ৩১টি।
সাকিব ব্যাটিং করেন মিডল অর্ডারে। মিডল অর্ডারে রয়েছেন লিটন ছাড়াও মুশফিক এবং মুমিনুল হক। মুশফিক রয়েছেন দারুণ ছন্দে। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে ১২৬ ও ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ৮৫ টেস্ট ক্যারিয়ারে ১৫৭ ইনিংসে ৩৮.৪৪ গড়ে মুশফিক রান করেছেন ৫৪৯৮। সেঞ্চুরি ১০ এবং হাফসেঞ্চুরি ২৬টি। সাবেক অধিনায়ক মুমিনুল ব্যাটিং করেন ৩ ও ৫ নম্বর পজিশনে। তিনি দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার। ৫৬ টেস্টের ১০৪ ইনিংসে ৩৯.০৭ গড়ে রান করেছেন ৩৬৫৫। সেঞ্চুরি ১১ ও হাফসেঞ্চুরি ১৬টি। লিটন ৩৮ টেস্টের ৬৬ ইনিংসে ২৩১৯ রান করেছেন।
এই তিন ক্রিকেটারের বাড়তি দায়িত্ব নিতে হবে। নির্বাচক হাবিবুল বাশার অবশ্য মুশফিকুর রহিমকেই দায়িত্ব বেশি নিতে হবে বলেন, ‘সাকিবের অভাব পূরণে সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক। তাকেই দায়িত্ব নিতে হবে। আরেক ক্রিকেটার মুমিনুলকেও দায়িত্ব নিতে হবে।’ সাকিব ৬১ টেস্টে ৩৯.০৭ গড়ে রান করেছেন ৪৪৫৪।