নেই গিল, চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা ভারতের

0

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যেখানে জায়গা মেলেনি তরুণ ওপেনার শুভমান গিলের। তবে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে তাকে।  

রোহিত শর্মার নেতৃত্বে দলে রয়েছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ১৬ মাস পর দলে প্রত্যাবর্তন উইকেটকিপার ব্যাটার রিশভ পন্তের। এছাড়া সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল ও শিবাম দুবেরা। 

আইপিএলে ভালো খেলে বিশ্বকাপের টিকিট পেলেন সঞ্জু স্যামসন। জায়গা হয়নি আরেক উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুলের।

আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে থাকা ভারতের প্রতিপক্ষ হিসেবে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। আগামী ৫ জুন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রোহিত শর্মার দল।  

ভারতের বিশ্বকাপ স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

রিজার্ভ দল : শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেস খান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here