নেইমারের বিলাসবহুল গাড়ির তালিকায় এবার যোগ হল ফেরারি

0

বিলাসবহুল গাড়ির প্রতি নেইমারের দুর্বলতা নতুন কিছু নয়। তবে সম্প্রতি সেই আগ্রহ যেন নতুন মাত্রায় পৌঁছেছে। ৮ কোটি টাকার পোরশে ৯১১ জিটি৩ আরএস কেনার রেশ কাটতে না কাটতেই, এবার ব্রাজিলিয়ান সুপারস্টার কিনলেন ফেরারি পুরোসাঙ্গু, যার দাম পোরশের প্রায় দ্বিগুণ।

ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কালো রঙের এই ফেরারিটি কিনতে নেইমারের খরচ হয়েছে প্রায় ১৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা। ফেরারিটির মডেল ‘পুরোসাঙ্গু’, যা স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল (SUV) ধরনের এবং এতে রয়েছে শক্তিশালী ৭২৫ হর্সপাওয়ার বিশিষ্ট ইঞ্জিন। গাড়ির কিছু অতিরিক্ত ফিচারের কারণে মূল্য আরও বাড়তে পারে বলে জানা গেছে।

তবে এই বিলাসবহুল গাড়ি কিনতে শুধু অর্থ থাকলেই চলবে না। ফেরারি ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়, এবং নেইমারকেও এই গাড়ি হাতে পেতে দুই বছর অপেক্ষা করতে হয়েছে।

নেইমারের ব্যক্তিগত গ্যারেজ এখন রীতিমতো একটি প্রিমিয়াম অটোমোবাইল শোরুমের মতো। নতুন দুটি গাড়ির পাশাপাশি তাঁর সংগ্রহে রয়েছে: মার্সিডিস জি-ক্লাস, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, ল্যাম্বরগিনি হুরাকান এসটিও, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, রেঞ্জ রোভার ফার্স্ট এডিশন।

নেইমারের এই গাড়ির বহরে পরবর্তী সংযোজন কোন ব্র্যান্ড হবে, তা নিয়ে ইতিমধ্যেই ভক্তদের আগ্রহ তুঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here