প্যারিস জায়ান্ট পিএসজি ছেড়ে এবার সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র। ফলে ক্লাবটির আক্রমণভাগের অন্যতম প্রতীক দশ নাম্বার জার্সিটা পড়েছিল ফাঁকা।
সেই সুযোগটাই কাজে লাগিয়ে পিএসজির নাম্বার টেন বনে গেছেন সদ্য বার্সেলোনা ত্যাগ করা ফরাসি ফুটবলার ওসমান দেম্বেলে। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে তার গায়েই পিএসজি চাপিয়ে দিয়েছে দশ নম্বর জার্সিটা।
দেম্বেলে স্প্যানিশ কাপ জিতেছেন ২০১৮ ও ২০২১ সালে। স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ২০১৮ ও ২০২৩ সালে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিশ্বজয়ের পেছনে দেম্বেলের অবদান ছিল বিশাল। কাতার বিশ্বকাপেও ফ্রান্স ফাইনালে পৌঁছেছিল। সেখানেও দেম্বেলে বড় ভূমিকা নিয়েছিল।
নতুন ক্লাবে যোগ দিয়ে দেম্বেলে বলেছেন, ‘পিএসজিতে যোগ দিতে পেরে আমি আনন্দিত। নতুন ক্লাবের হয়ে খেলতে তর সইছে না। আমি উন্নতি করার চেষ্টা চালিয়ে যাব। আশা করি ক্লাবের সমর্থকদের গর্বিত করতে পারব।’