নৃশংসতার ঘটনা প্রকাশকারী সাবেক দুই যোদ্ধাকে দেখে নেওয়ার হুমকি ওয়াগনার প্রধানের

0

প্রাইভেট যোদ্ধা গ্রুপ ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দলের সাবেক দুই যোদ্ধার ওপর চরম প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। সাবেক এই দুই যোদ্ধা ইউক্রেনে ওয়াগনারের যুদ্ধ নিয়ে গোপন তথ্য প্রকাশ করে দিয়েছেন। তারা জানিয়েছেন, ‘প্রিগোজিন তাদেরকে নৃশংস কর্মকাণ্ডের নির্দেশ দিতেন।’ 

সিএনএনের খবরে বলা হয়েছে, ওয়াগনারের সাবেক দুই যোদ্ধা রাশিয়ার একটি মানবাধিকার সংস্থার আয়োজনে অনলাইন লিংকে এক ভিডিওতে অংশ নেন। সেখানে তারা ইউক্রেনে ওয়াগনারের অপকর্মের ফিরিস্তি বর্ণনা করেন।

ওয়াগনার প্রধান বলেন, ‘তারা (সাবেক দুই যোদ্ধা) যা বলেছে তার একটি অভিযোগও যদি আমার বিরুদ্ধে সত্য হয়, তাহলে যেকোনো আইন অনুসারে আমি জবাবদিহির মুখোমুখি হতে প্রস্তুত।’

প্রিগোজিন আরও বলেন, যদি কোনো অভিযোগের সত্যতা না মেলে তাহলে আমি ৩০- ৪০ জন ব্যক্তির একটি তালিকা দিব যারা আমার বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল দপ্তর এসব লোকদেরকে মুক্ত বিচারের জন্য আমার হাতে তুলে দিতে বাধ্য।

প্রিগোজিন বলেন, সাবেক দুই যোদ্ধা যে বর্ণনা দিয়েছে তা ‘সুবাসিত মিথ্যা’। ওয়াগনার যোদ্ধারা ইউক্রেনের শিশুদের স্পর্শ করেনি এবং করে না। যেসব লোকেরা মিথ্যা ছড়াচ্ছে তারা আমাদের শত্রু। আমরা তাদের সঙ্গে বিশেষ পন্থায় কারবার করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here