এক সিরিজ পরই ওয়ানডে দলে ফিরলেন নুর আহমাদ। তরুণ বাঁহাতি লেগ স্পিনারকে ছাড়াই বাংলাদেশ সফরের এক দিনের ম্যাচগুলো খেলে আফগানিস্তান। তবে এশিয়া কাপের পরিকল্পনায় থাকায় পরের সিরিজেই তাকে দলে ফেরাল আফগানরা।
চলতি মাসের শেষ দিকে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। শ্রীলঙ্কায় হতে যাওয়া এই সিরিজ দিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি বড় টুর্নামেন্টের আগে নিজেদের দল গুছিয়ে নিতে চায় তারা। নুরকে ফিরিয়ে ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইজহারুলহাক নাভিদ, নিজাত মাসুদ, জিয়া উর রেহমান। গত নভেম্বরে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলেছেন নুর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুই ম্যাচে ওভারপ্রতি ৭.২৯ রান খরচ করে মাত্র ২ উইকেট নেন তিনি।
আফগানিস্তান ওয়ানডে দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রেহমাত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি, আজমতউল্লাহ ওমারজাই, রাশিদ খান, নুর আহমাদ, মুজির উর রেহমান, ফাজাল হাক ফারুকি, আব্দুল রহমান, মোহাম্মদ সালিম শাফি, ওয়াফাদার মোমান্দ।
রিজার্ভ: ফরিদ আহমেদ মালিক, শহিদউল্লাহ কামাল