নীলফামারীর জলঢাকায় গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিকেলে মামলা দায়ের শেষে সন্ধ্যায় তাদের আদালতে পাঠানো হয়।
বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক নেতাকর্মীরা হলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. কামরুজ্জামান (৪৮), জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মহসিন আলী (২৮), উপজেলা ছাত্র শিবিরের কোষাধ্যক্ষ ও জামায়াতের উপজেলা আমিরের ছেলে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম (২৯), ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলাম (৪৮) ও জেলা সদরের টুপামারী ইউনিয়নের শিবির কর্মী মো. মাইনুল ইসলাম (২০)।
জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।