নীলফামারীতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ জিয়ারুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে প্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে ইটাখোলা ইউনিয়নের তিস্তা সেচ ক্যানেলের খালুয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীরুল ইসলাম জানান, তার ব্যবহৃত টিভিএস আরটিআর এপাচি ১৬০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। নীলফামারীতে সরবরাহের জন্য ফেন্সিডিলের বোতলগুলো আনছিলেন তিনি।