নীলফামারীতে সাংবাদিক নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি

0

জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত বাংলা নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় নীলফামারী জেলা শহরের ডিসির মোড়স্থ বঙ্গবন্ধু চত্ত্বরে ওই কর্মসূচির আয়োজন করে নীলফামারী প্রেস ক্লাব। 

মানববন্ধনে নীলফামারী প্রেস ক্লাবের সকল সদস্য ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সেখানে নীলফামারী প্রেস ক্লাব সভাপতি তাহমিন হক ববীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন একাত্তর টিভির প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, বাংলা নিউজ টোয়েন্টি ফোরের প্রতিনিধি আমিরুজ্জামান, নীলফামারী প্রেসক্লাব সহসভাপতি আতিয়ার রহমান বাড্ডা, ভূবন রায় নিখিল, মোস্তাফিজুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম সিয়াম, প্রথম আলোর জেলা প্রতিনিধি মীর মাহামুদল হাসান আস্তাক, সৈয়দপুর প্রেসক্লাব সভাপতি সাকির হোসেন বাদল, নিউজ টোয়েন্টিফোরের নীলফামারী প্রতিনিধি আব্দুর রশীদ শাহ্, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মাহমদুল আল হাসান রাফিন, নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম আলী ও সাধারণ সম্পাদক মামুন উর রশীদ মিঠু।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here