নীলফামারীতে উত্তরীয় ঠান্ডা বাতাস ও কনকনে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্থ হওয়ার পাশাপাশি শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সীরা। গেল কয়েক দিন থেকে সূর্যের মুখ দেখা না যাওয়ায় আরো বিপাকে পড়েছেন জেলার মানুষরা। এদিকে হাসপাতালগুলো বেড়েছে রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।
সর্দি, জ্বর, কাঁশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিনই দেড় থেকে দুইশ রোগী চিকিৎসা নিচ্ছেন শীত জনিত রোগে আক্রান্ত হয়ে।
আজ নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।