গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশের হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১০ দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে গণসমাবেশ করেছে বিএনপি। আজ শনিবার বিকেলে নীলফামারী পৌর সুপার মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি সোহেল পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক, সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ১০ দফা দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির নেতাকর্মীরা।