মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৮ বছর ধরে পলাতক আসামি আবুল কাশেমকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। স্ত্রী হত্যা মামলায় তার মৃত্যুদন্ডের সাজা দেয় আদালত। আবুল কাশেম জেলা শহরের বাড়ইপাড়া এলাকার মৃত. আলী জানের ছেলে। শনিবার দিবাগত রাতে গাজীপুর জেলা থেকে র্যাবের সহায়তায় গ্রেফতার করে নীলফামারী থানা পুলিশ।
রবিবার দুপুরে আদালতের মাধ্যমে আবুল কাশেমকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ পরির্দশক এম আর সাঈদ। তিনি বলেন, ২০০৭ সালের ১৮ অগাস্ট শহরের বাড়াইপাড়ায় বেগম খাতুনকে হত্যা করে গোপনে দাফন করে পালিয়ে যান স্বামী আবুল কাশেম। পরে বেগম খাতুনের বড় ভাই ইয়াসিন আলী বাদী হয়ে আবুল কাশেমকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। হত্যার পর থেকে পলাতক ছিলেন আবুল কাশেম। পরে পুলিশ আদালতের আসামির বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করেন। ২০২১ সালের ৩ জানুয়ারি পলাতক থাকায় অবস্থায় আদালত আবুল কাশেমকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।