নীলফামারী জেলায় অব্যাহত কুয়াশা আর তীব্র শীতে কষ্ট পাচ্ছে মানুষ। সেই সাথে নষ্ট হচ্ছে বোরোর বীজতলা। কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা বীজতলা পলিথিনে মুড়িয়ে রাখছেন।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে বোরো বীজতলা তৈরি করেন কৃষকরা। কিন্ত কুয়াশা আর তীব্র শীতে উপজেলার অধিকাংশ বীজতলা নষ্টের পথে। কুয়াশা থেকে বাঁচতে বীজতলায় পলিথিন এর ব্যবহার করেও লাভ করতে পারছেনা না তারা।
বাঙ্গালিপুর ইউনিয়নের কৃষক বেলাল উদ্দিন বলেন, এবারে এক বিঘা জমিতে বোরো আবাদের জন্য বীজতলা তৈরি করেছিলাম কিন্তু গত ৭/৮ দিন থেকে ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় বীজতলার করুন অবস্থা। পলিথিন মোড়া দিয়েও কাজ হচ্ছে না।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষন বলেন, এবারে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং ২০ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। যেসব বীজতলা কুয়াশায় ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেগুলো জমিতে সেচ দিয়ে সারাদিন ভিজিয়ে রেখে বিকালে পানি বের করে দিতে হবে। এতে বীজতলার ক্ষতির আশংকা থাকবে না। প্রয়োজনে এ বিষয়ে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা আছেন তারা কৃষকদের সহায়তা করবেন বলে জানান তিনি।