নীলফামারীতে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
নীলফামারীতে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নীলফামারীতে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের ছেলে মেয়েদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নীলফামারী মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রায়হান উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভুবন মোহন তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।

জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ক্রীড়া প্রতিযোগিতায় ৩৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি ইভেন্টে ৩ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here