নীলফামারীতে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

0

নীলফামারীতে সংবর্ধনা প্রদান করা হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ চ্যাম্পিয়ন নীলফামারী পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে। শনিবার সন্ধ্যায় নীলফামারী শহীদ মিনার চত্বরে ওই সংবর্ধনার আয়োজন করে সদর উপজেলা পরিষদ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মমতাজুল হক, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।

একই অনুষ্ঠানে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ রংপুর বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী নীলফামারী সদরের কীর্তনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খোলোয়াড় কোচ, ম্যানেজারের হাতে খেলার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

এর আগে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলা সদরে সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২১ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় নীলফামারী জেলা সদরের পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাজবাড়ি জেলা সদরের বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here