নিষেধাজ্ঞা না থাকলেও ভোটের সকালে রাস্তায় নেই গণপরিবহনের চাপ

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। মোট ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে পরে ভোট হবে।

এদিকে, নির্বাচনের সময় গণপরিবহন চলাচলের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা না থাকলেও ভোটের দিন সকালে রাজধানীর সড়কগুলো প্রায় ফাঁকা। নেই গণপরিবহন ও যাত্রীর চাপ। তবে ভোটের কারণে আজ সাধারণ ছুটি।

তবে বাসের তুলনায় রাস্তায় সিএনজি ও রিকশা বেশি দেখা যায়। কিছু কিছু এলাকায় যাত্রী দেখা গেছে। সেসব জায়গায় গণপরিবহনের জন্য তাদের কিছুটা অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক দুদিন ছুটির পর আজ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি। সব মিলিয়ে একটা ছুটির আমেজ বিরাজ করছে রাজধানীজুড়ে। এছাড়াও বিএনপির ডাকে চলছে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here