নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সিরিয়া

0
নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সিরিয়া

সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত সব মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দামেস্ক। এমন সিদ্ধান্তে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে দেশি-বিদেশি বিনিয়োগ ও পুনর্গঠনের পথ উন্মুক্ত হবে বলে আশা করছে সিরিয়া সরকার।

স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে। যা সিরিয়ার জনগণের উপর বোঝা কমাতে সাহায্য করবে এবং পুনরুদ্ধার ও স্থিতিশীলতার একটি নতুন পর্যায়ের পথ প্রশস্ত করবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে মার্কিন কংগ্রেস গত বুধবার সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে বাতিল করে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক মহলে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। এর আগে সৌদি আরব ও তুরস্কের অনুরোধে যুক্তরাষ্ট্র দুই দফা নিষেধাজ্ঞা কার্যকর করা স্থগিত রেখেছিল। তবে সিরিয় নেতৃত্বের দাবি ছিল-বিনিয়োগকারীদের আইনি ঝুঁকি দূর করতে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here