নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮৩ জেলে আটক

0

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ৩ কোটি ২০ লাখ ৮৭ হাজার ৮২০ মিটার জাল, ২৭টি মাছ ধরার নৌকা, ৪৫২ কেজি কেজি ইলিশ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ-পুলিশের ওসি কামরুজ্জামান। তিনি বলেন, আটকদের মধ্যে চারটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান, চার জনকে  ৪০০০ টাকা জরিমানা করা হয়েছে। ১৪ জন নাবালক শিশু অপ্রাপ্ত বয়স্ক জেলে হওয়ায় মুচলেকা রেখে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের বিরুদ্ধে মৎস্য  আইনে ১৫টি মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here