ইলিশের নিরাপদ প্রজনন রক্ষায় দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর নৌ-সীমানায় মা ইলিশ ধরায় গত ২২ দিনে ৩৭৪ জেলের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২৪ লাখ ৮৯৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ২২ দিনের অভিযানে আটক এসব জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (৩ নভেম্বর) থেকে অভয়াশ্রম এলাকাগুলোতে মাছ ধরতে পারছেন জেলেরা। জেলা মৎস্য বিভাগের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া ২৪টি মৎস্য অবতরণ কেন্দ্র, মাছঘাট ৩৭০, আড়ত ২০৬৮ ও বাজার এলাকায় ৮৯২ বার পরিদর্শন করেছে টাস্কফোর্স। অভিযানে জেলেদের কাছ থেকে জব্দ হয়েছে ২ দশমিক ২৯৮ মেট্রিক টন ইলিশ। আটক জেলেদের কাছ থেকে মৎস্য আইনে জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ৮৩২ টাকা।