রেফারির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেও টাচলাইনে নিষেধাজ্ঞার শাস্তি থেকে বেঁচে গেলেন জোসে মরিনিয়ো। শুধু ২০ হাজার ইউরো জরিমানা দিয়ে পার পেয়ে যাচ্ছেন রোমার পর্তুগিজ কোচ।
এই মাসের শুরুতে সেরি আয় সাস্সুয়েলোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রেফারি মাত্তেও মার্সেনারোর সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন মরিনিয়ো। তিনি বলেন, আমাদের ম্যাচে তাকে তিনবার চতুর্থ অফিশিয়াল হিসেবে পেয়েছি। আমার মনে হয় না, এই স্তরে রেফারিংয়ের জন্য তার মানসিক স্থিতিশীলতা আছে।
গত মৌসুমের শেষ দিকে রেফারিকে নিয়ে মন্তব্যের জন্য এই মৌসুমের শুরুতে মরিনিয়ো দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ছিলেন। ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে রোমার হারের পর স্টেডিয়ামের গ্যারেজে রেফারিকে গালি দেওয়ার জন্য জুনে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা।