নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তা ও রাজনীতিবিদদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।
শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তা ও রাজনীতিবিদদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের একটি তালিকা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করা হয়েছে।
মস্কোকে অস্ত্র সংগ্রহে সহায়তা বা ইউক্রেনীয় শিশুদের অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে প্রায় ২০০ সংস্থা এবং ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়েছে।